ভৈরবে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চার জনকে আসামি করে ঐ নারী মামলা করেছেন। শনিবার রাতে মামলার পর প্রধান আসামি আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অন্য আসামিরা হলেন—মানিক, আক্কেল আলী ও ইসলাম উদ্দিন। ধর্ষণের শিকার গৃহবধূ অভিযোগ করে জানান, গত ৫ জানুয়ারি বুধবার রাতে প্রতিবেশি আলমগীর তার বসতঘরের দরজায় আওয়াজ করলে আমি দরজা খুলে দেই। অভিযুক্ত আলমগীর এসময় ঘরে প্রবেশ করে সে আমার মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। তারপর মানিক ঘরে প্রবেশ করে একইভাবে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন সকালে আমি আমার স্বামীসহ এলাকার মেম্বার ও মাতাব্বরদেরকে এ ঘটনা জানাই। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে শনিবার সকালে থানায় অভিযোগ করি। কিন্তু পুলিশ রাত ১২টার দিকে মামলা গ্রহণ করে।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাতেই প্রধান অভিযুক্ত আলমগীরকে গ্রেফতার করে রবিবার সকালে কিশোরগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা শহরে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।