ads
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ডাক্তার দম্পতির ওপর সন্ত্রাসী হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৯ বার পঠিত

সন্ত্রাসী হামলায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্ত আহত হয়েছেন।
আজ শুক্রবার (১১ই সেপ্টেম্বর) সকালে জেলা শহরের পাওয়ার হাউজ রোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত ওই ডাক্তার দম্পতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ডা. চিন্ময় দত্ত জানান, সকালে তিনি তার পাওয়ার হাউজ এলাকার ভাড়া বাসা থেকে একই এলাকায় নির্মাণাধীন বাড়ীর কাজ দেখতে যান। পথে ৮ থেকে ১০ জন তার ওপর হামলা চালায়।

এসময় তার স্ত্রী সঞ্চিতা দত্ত এগিয়ে আসলে তিনিও হামলার শিকার হন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত ডাক্তার দম্পতিকে উদ্ধার করে হাসপাতলে ভর্তি করা হয়েছে। অভিযোগ আসলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ডাক্তার দম্পতির ওপর হামলার ঘটনায় বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বলেন, ‘ডাক্তার দম্পতির ওপর হামলার ঘটনার বিষয়টি আমি জেনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102