ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে করা অস্ত্র মামলা আমলে নিয়েছেন আদালত। আগামী ১৬ই মার্চ অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
আজ সোমবার (৮ মার্চ) আদালত এ মামলা আমলে নেন।
নথি থেকে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসায় গত ২১শে নভেম্বর রাত ১০টা থেকে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেপ্তার করে র্যাব। সেখান থেকে নগদ কোটি টাকাসহ মদ, স্বর্ণ, বিদেশি পিস্তল ও গুলি জব্দ করা হয়।
মনিরকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে বাড্ডা থানায় তিনটি মামলা করে র্যাব। পরে সেসব মামলার তদন্তভার দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে।
অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্রে ১৭ জনকে সাক্ষী করা হয়েছে। এই আইনে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
র্যাবের দাবি, নব্বইয়ের দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মনির। সেখান থেকে পর্যায়ক্রমে মালিক হয়েছেন এক হাজার ৫০ কোটি টাকার।