ads
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গ্রাহকের সঞ্চয় আমানতের কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
  • ৫৬ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে মানব কল্যাণ সংস্থা (মাকস্) নামের একটি এনজিওর কর্মীরা সহস্রাধিক গ্রাহকের সঞ্চয় আমানতের কোটি টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি লাপাত্তা হয়ে গেছে। এ ঘটনায় উপজেলাব্যাপী তোলপাড় শুরু হয়েছে। মাত্র দু’সপ্তাহের ব্যবধানে হাতিয়ে নেয়া হয়েছে এসব টাকা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের আঁশতলা পাড়ার গোলাম রসুলের ছেলে শাহীনের দ্বিতল বাড়িটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত মানব কল্যাণ সংস্থার জীবননগর উপজেলা শাখা অফিসের নামে ৫ আগস্ট ভাড়া নেয় প্রতারক চক্রটি। এরপর ভুয়া সংস্থাটির কর্মীরা প্রত্যন্ত গ্রামাঞ্চলের হতদরিদ্র ও অসহায় পরিবারের ৩০-৩৫ জন মহিলাকে নিয়ে একটি করে সমিতি তৈরি করেন। সমিতির গ্রাহকদের হাতে তুলে দেয়া হয় মানব কল্যাণ সংস্থার (মাকস্) সঞ্চয় আমানতের বই। মাত্র ১৫ দিনের ব্যবধানে ওই চক্রটি উপজেলার বাঁকা, মিনাজপুর, সুটিয়া, বকুন্ডিয়া, রাজাপুর, মানিকপুর, গোয়ালপাড়া, সদরপাড়া, হরিপুর, হাবিবপুর গ্রামসহ বিভিন্ন গ্রামে ৫০টি সমিতি তৈরি করে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত সঞ্চয় আদায় করেছে। এভাবে তারা সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সঞ্চয় আমানত সংগ্রহ করেছে।

চক্রটি প্রত্যেক গ্রাহককে ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে তাদের কার্যালয়ে এসে ঋণ নিতে বলেন। সে মোতাবেক বৃহস্পতিবার (২০ আগস্ট) সমিতির গ্রাহকরা অফিসে এসে দেখতে পান মানব কল্যাণ সংস্থার প্রধান ফটকে তালা ঝুলছে।

ওই অফিসের আশপাশের লোকজন এ সময় সমিতির গ্রাহকদেরকে জানায়, সংস্থাটির কর্মীরা অফিসে তালা দিয়ে পালিয়ে গেছে। এক পর্যায়ে অসহায় গ্রাহকদের কাছে সংস্থাটির পক্ষ থেকে দেয়া ব্যবস্থাপকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পান তারা। অবস্থা বেগতিক দেখে বাড়ির মালিক মানব কল্যাণ সংস্থার সাইন বোর্ডটি খুলে ফেলেন।

ক্ষতিগ্রস্ত গ্রাহক বাঁকা গ্রামের মাহাতাব মোল্লা জানান, সংস্থাটির কর্মীরা তার বাড়িতে এসে স্ত্রীকে ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে সমিতি তৈরি করে সঞ্চয়ের নামে ১০ হাজার টাকা নেয়। এ সময় তাকে বলা হয়, যেসব সদস্য পাঁচ হাজার টাকা সঞ্চয় জমা দেবে তারা ৫০ হাজার টাকা এবং যারা দশ হাজার টাকা জমা দেবে তারা এক লাখ টাকা ঋণ পাবে। এছাড়া যারা ৫০ হাজার টাকা জমা দেবে তারা প্রতি মাসে ৪ হাজার টাকা এবং যারা ১ লাখ টাকা জমা দেবে তারা প্রতি মাসে ১০ হাজার টাকা করে মুনাফা পাবে। এভাবে সহসস্রাধিক গ্রাহকের কাছ থেকে আমানত নিয়ে প্রতিষ্ঠানটির সংগ্রহ দাঁড়ায় প্রায় কোটি টাকা।

তিনি আরও জানান, সমিতির গ্রাহক অন্তর্ভুক্তি হওয়ার পর প্রত্যেকের কাছ থেকে ২৫০ টাকা করে নিয়ে একটি করে সঞ্চয় আমানতের পাস বই দেয়া হয়েছে। প্রত্যেকটি সমিতির নামে দেয়া হয়েছে মাসিক খাতা ও রেজুলেশন বই।

গোয়ালপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত রিজিয়া বেগম বলেন, তিনি প্রতি লাখে মাসিক ১০ হাজার টাকা মুনাফার আশ্বাসে এক লাখ টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু অফিসে এসে সংস্থার কর্মীদের কাউকে না পেয়ে টাকা ফেরত না পাওয়ার আশংকায় দিশেহারা হয়ে পড়েছেন।

অপর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী হরিপুর গ্রামের এনামুল হক অভিযোগ করে বলেন, মানব কল্যাণ সংস্থার কাছে বাড়ি ভাড়া দেয়া মালিক দায় এড়াতে পারেন না।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102