চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে শ্রমিক, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্য হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।
রোববার (৫ জুন) সকালে সংস্থার চেয়ারম্যান আনোয়ার-ই-তাসলিমা প্রথা গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এবং এ ভয়াবহ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সেইসব শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জানান।
প্রথা বলেন, ‘শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড শুরু হয়। কিন্তু এতো ঘন্টা পরেও নিয়ন্ত্রণে আনা যায়নি। ডিপোতে রাসায়নিক পদার্থ ছিল, যার কারণে ভয়াবহতা প্রকট আকার ধারণ করছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত এবং প্রায় চারশর বেশি মানুষ আহত হয়েছে বলে জানা যায়।
প্রথা আরও বলেন, সীতাকুণ্ডের অই ডিপোর মালিকপক্ষ কনটেইনারে যে দাহ্য পদার্থ রয়েছে তা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের জানায়নি। জানালে হয়তো ফায়ার সার্ভিসের এতোগুলা তাজা প্রাণ ঝড়ে যেতো না। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে মালিকপক্ষ। এ ভয়াবহ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ ও শ্রমিকদের হতাহতের দায় অই ডিপোর মালিকপক্ষ কোনভাবেই এড়াতে পারেনা, সম্পূর্ণ দায় মালিকপক্ষকেই নিতে হবে বলে দাবি জানায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের কঠোর শাস্তির আওয়ায় আনার দাবিও জানায় সংস্থাটি।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে আহত এবং যারা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে অই ডিপোর মালিকপক্ষ থেকে উপযুক্ত সহায়তা সুনিশ্চিত করার দাবিও জানিয়েছে সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি।