ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম

চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৮ বার পঠিত

চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় সিএমপির গণসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- বন্দর থানার ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আজম, ইপিজেড থানার নুর উদ্দিন, চান্দগাঁও থানার মোহাম্মদ হোসেন, মাসুদ চৌধুরী, রাকিব মৃধা, বিষ্ণু নাথ, সদরঘাট থানার তোরাফ ফকির, তসলিম, হাসান, কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের যুবলীগ সংগঠক মোহাম্মদ মহসিন, হালিশহর থানার মোহাম্মদ নাজিমউদ্দিন, আকবর শাহ্ থানার মো. নুরে আলম ওরফে, ডবলমুরিং মডেল থানার রবি, নাহিদ, মুন্না আমিন, আয়েশা বেগম, বাকলিয়া থানার আনোয়ার সাদেক, সুমন, আইমান জাওয়াদ নাবিল, রবিউল, পতেঙ্গা মডেল থানার লোকমান, খুলশী থানার মোহাম্মদ জামিল হোসেন, কোতোয়লী থানার আনোয়ার, চকবাজার থানার যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগর সাজ্জাদ হোসেন সাকিব, পাহাড়তলী থানার ইমরান কাজী, সোহেল, শহীদুল ইসলাম, রবিউল হোসেন, সুজন, জুয়েল, সৈয়দ আলম, সেলিনা আক্তার, হামিদা বেগম, পাচঁলাইশ মডেল থানার রাসেল ও বায়েজিদ বোস্তামী থানার লিয়াকত আলী।

সিএমপির এডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102