ads
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে আ.লীগ ও ছাত্রলীগের ৩৯ নেতাকর্মী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩৩ বার পঠিত

চট্টগ্রামে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গ্রেফতারদের বিষয়ে নিশ্চিত করা হয়েছে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নগরীর সদরঘাট থানার বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল মনছুর আলী বাপ্পী, খুলশী থানার আসামি পাঁচলাইশ থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সারাফাতুল ইসলাম ইমন, মো. রাকিব, ইপিজেড থানার আসামি মো. আইয়ুব আলী, বাকলিয়া থানায় মো. মাসুম হোসেন, তাজুল ইসলাম, মো. মানিক, মো. বেলাল, কর্ণফুলী থানায় চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সবুজ, পতেঙ্গা মডেল থানায় মো. জাবেদ হোসেন, মো. সাহাবুদ্দিন ওরফে হাসান, শহিদুল আলম ওরফে নাবিদ, মো. জাবেদ হোসেন, মো. মাসুদ পারভেজ, মো. আল আমিন, বায়েজিদ বোস্তামী থানায় এমদাদ হোসেন মুন্না, মো. নুরু সাবা, মো. পরান, হালিশহর থানায় সাকিব, পাহাড়তলী থানায় মো. রুবেল হোসেন, মো. ফরিদ মিয়া ওরফে বারেক, ডবলমুরিং মডেল থানায় শামসুদ্দিন আহমেদ, বেবী আক্তার, আসিফ আহমেদ, মীম আক্তার, মো. নুরুল আজিম, আকবরশাহ থানায় মো. ফারুক, আনোয়ার হোসেন, মো. ইয়াসিন, মো. মাহির আশরাফ রোহান, গোলাম হোসেন, বিবি কুলসুম, মো. বিল্লাল হোসেন, মো. কালাম, চকবাজার থানায় মো. রিমন সিকদার, বন্দর থানায় মো. আরিফ হোসেন, কোতোয়ালি থানায় মো. রিয়াদ, চান্দগাঁও থানায় মো. রফিকুল ইসলাম হৃদয় ও শিশু মো. রমজান আলী (১৭ বছর ৬ মাস ১১ দিন)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি (জনসংযোগ) মাহমুদা বেগম জানান, নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসবিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102