করোনায় একদিনেই ৯ জন প্রাণ হারিয়েছেন চট্টগ্রামে। যা গত একবছরের মধ্যে সর্বোচ্চ।
গত ২৪ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা হয় ১ হাজার ৮শ ৬৭ জনের। শনাক্ত ২শ ২৮জন। এরমধ্যে নগরেই ২০৪। বাকি ২৪ জন উপজেলায়। নমুনা পরীক্ষা বিচেনায় শনাক্তের হার প্রায় ১২ শতাংশ। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় শনাক্ত ৪৪ হাজার ৩১৯। আর প্রাণহানি ৪শ ২৩ জনের।
এদিকে দেশে ২৪ ঘণ্টায় করোনায় এক দিনে সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এটি। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৯৭৩৯ জন। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন।