চট্টগ্রামে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে ভ্রাম্যমাণ আদালত চালিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৩ এপ্রিল) সকালে নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকায় অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় মাস্ক পরিধান না করায় ৭ জনকে ১২০০ টাকা অর্থদন্ড দেন। এছাড়া অনেক পথচারীকেই বিতরণ করা হয় মাস্ক। জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে এজন্য সচেতনতা মূলক প্রচারণা চালানো হয়।
এছাড়া সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট ও মার্কেট বন্ধ করার নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেন সবাইকে। একইভাবে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোনিয়া হক।