সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার পর চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ নিলামে তুলেছে ৩০ টন হাইড্রোজেন পার–অক্সাইড। নিলামে মোট ১৫ জন অংশ নেন। সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন মেসার্স ইয়াকুব ট্রেডিং। তিনি ৫ লাখ ২০ হাজার টাকা দাম দেন।
সোমবার (৬ জুন) বিকালে কাস্টমসের নিলাম শাখায় এই নিলাম অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার আলী রেজা হায়দার বিষয়টি নিশ্চিত করেন । তিনি বলেন, মঙ্গলবার সর্বোচ্চ দরদাতার অনুকূলে বিক্রির অনুমোদন হওয়ার কথা রয়েছে। অনুমোদন হলে টাকা জমা দিয়ে মঙ্গলবারই খালাস নিতে পারবেন সর্বোচ্চ দরদাতা।
কাস্টমস সূত্র জানায়, নিলামে বিক্রি হওয়া রাসায়নিকের চালানটি আমদানি করেছিল গাজীপুরের কেয়া নিট কম্পোজিট লিমিটেড। তুরস্ক থেকে চার বছর আগে চালানটি আমদানি করলেও প্রতিষ্ঠানটি খালাস করেনি।
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে শনিবার রাতে ওই ভয়াবহ বিস্ফোরণে ৪১ জন নিহত হন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। ডিপোর একটি কনটেইনারে আগুন লাগার পর আশপাশে থাকা শেড ও কনটেইনারে থাকা হাইড্রোজেন পার–অক্সাইডে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।