ads
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

চট্টগ্রাম-ফেনী রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪ বার পঠিত

চট্টগ্রাম থেকে ফেনী যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার দুপুরে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, টিকিট বাড়ানো সম্ভব। এ ব্যাপারে ঢাকায় গিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

রেলমন্ত্রী বলেন, ফেনী রেলস্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ ১০০ বছর পরও বলতে পারে, এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্রশীল, স্থানীয় কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, স্টেশানমাস্টার মাহাবুবুর রহমান, যুবলীগ নেতা শিপন, সাহাবউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরও বলেন, টিকিট ছাড়া কেউ যাতে প্লাটফরমে প্রবেশ করতে না পারে, এ জন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণ জরুরি। এটির কাজ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদীতে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে একাজ সম্পন্ন হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:১৬
  • ১৬:১১
  • ১৭:৫১
  • ১৯:০৬
  • ৬:৩৭
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102