সাজ্জাদ মাহমুদ মনিরঃ চরেরবন্দ স্টুডেন্ট ফোরাম এর সদস্য মোঃ জাহেদ আলম প্রবাস গমন উপলক্ষ্যে আজ ১২ মার্চ শনিবার সন্ধ্যায় স্হানীয় মিলনায়তনে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তানভীর আহমদ জাকির, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ইমরান হোসেন শুভ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক প্রকাশনা সম্পাদক সারোয়ার ইসলাম বাবলু, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক হাসান উর রহমানসহ রাফি আহমদ, রিপন আহমদ, আফজল হোসেন, সালেক মিয়া প্রমুখ।
সবাই বিদায়ী জাহেদ আলমের উদ্দেশ্যে বলেন, প্রবাসে গিয়ে প্রতিনিয়ত সংগঠনের সামগ্রিক কার্যক্রমের খোঁজ খবর নেওয়াসহ সকল কার্যক্রমে অর্থনৈতিক সহযোগিতা করার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং তার কর্মময় জীবনের জন্য নিরন্তর ভালবাসা, দোয়া ও শুভ কামনা জানান।