ফেনীতে চলন্ত মোটরসাইকেলের ওপর তুলা গাছ ভেঙে পড়ে নুরুল আলম হেলাল নামে ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া বাজারের একজন ব্যবসায়ী। হেলাল স্টোর নামে তার কসমেটিক সামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ফেনী সোনাগাজী উপজেলা আঞ্চলিক সড়কের ধলিয়া বাজার থেকে নতুন বাজার যাচ্ছিলেন মোটরসাইকেল আরোহী হেলাল। এ সময় মোল্লার তাকিয়া নামক স্থানে পৌঁছালে একটি তুলা গাছ ভেঙে হেলালের ওপরে পড়লে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত হেলাল একই এলাকার অলিপুর গ্রামের বড়বাড়ীর আবদুল মান্নানের ছেলে।