চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় চারটি ইটভাটার মালিককে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ জরিমানার আদেশ দেন।
এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।
তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান করে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে হাজীগঞ্জ উপজেলার রায়চো এলাকার মেসার্স অনি ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা, মেসার্স সেলিম ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা, মেসার্স রনি ব্রিকস-২ এর মালিককে ৫ লাখ টাকা এবং মেসার্স মার্ক ব্রিকসের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, ইটভাটা সমূহে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লংঘন করে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটাকে মোট ১৭ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।