চাঁদপুরের হাইমচরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলার আলগী দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান অক্ষত থাকলেও র্যাব সদস্য মো. আলী আহত হন। তাকে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছোট লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে উপজেলায় ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি ও র্যাব সদস্যদের তিনটি গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
হাইমচর ৭নং ওয়ার্ড নির্বাচন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এ কে এম মীর হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা দিয়ে আসার সময় একদল সংঘবদ্ধ লোক রাতের আধারে আমাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল মারে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, কে বা কারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি লক্ষ করে হামলা করে তা জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।