`কোন প্রকার চাঁদাবাজি, দলবাজি, দখলবাজির ঘটনা ঘটলে বহিস্কার। অভিযুক্ত নেতা যত বড়ই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠিন নির্দেশনা রয়েছে। দলকে স্বচ্ছতার বিরুদ্ধে মানুষের কাছে তুলে ধরতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচনে দলকে ক্ষমতায় আনতে হবে।’ এসব কথা বলেছেন শেরপুর জেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক আলহাজ্ব হযরত আলী।
হযরত আলী আহবায়ক নির্বাচিত হওয়ার পর শেরপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গদলের নেতারা ১১ নভেম্বর সোমবার বিকালে আহবায়কের ঢাকাস্থ ধানমন্ডিতে তার ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে গেলে এই কঠিন হুশিয়ারি দেন তিনি ।
বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক আওয়াল চৌধুরী, জেলা বিএনপি নেতা ফজলুল হক তারা, জেলা শ্রমিক দল নেতা শওকত হোসেনসহ অন্যান্য অঙ্গদলের নেতারা উপস্থিত ছিলেন।