ads
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

চিরিরবন্দরে ব্রিজ থেকে নদীতে পড়ে যাওয়া সেই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ১৮ বার পঠিত

দিনাজপুরের চিরিরবন্দরের কাউগাঁ রেলব্রিজ থেকে আত্রাই নদীতে পড়ে যাওয়া সেই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় তার মরদেহ নদীর তলদেশ থেকে উদ্ধার করে ডুবুরিরা।

স্কুলিছাত্রীর নাম মাহিমা আক্তার (১৩)। সে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর গ্রামের আলী মনসুরের মেয়ে। সে তার মামার বাড়িতে মা কেয়ার কাছে থাকতো।

স্থানীয়রা জানায়, কাউগাঁ রেলব্রিজের পাশে ঢাকাইয়া পাড়ায় মাহিমার মামা জনির শ্বশুড়বাড়ি। রোববার দুপুর দেড়টায় জনির সঙ্গে সেখানে যাচ্ছিল সে। হেঁটে ব্রিজ পার হওয়ার সময় পা ফসকে আত্রাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

পরে দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তার রংপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নদীতে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার শিশুর লাশটি উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102