বরাবরের মতোই চোখ ধাঁধানো অনুষ্ঠান ও পারফরম্যান্স দিয়ে নতুন বছর বরণ করে নিলো চীন। নাচ ও গানের পরিবেশনায় ক্ষণিকের জন্য করোনার কথা ভুলে সবাই উচ্ছ্বসিত।
নতুন বছর বরণ করতে কনসার্টে ঝংকার তুলেছিলো চীনে। মন নাচানো পারফরম্যান্স ও চোখ ধাঁধানো ভিজ্যুয়াল ইফেক্টস ছিলো মুগ্ধ করে রাখা। শুক্রবার রাতে চীনের দক্ষিণাঞ্চলে গ্রেটার বে এরিয়ায় এই কনসার্ট আয়োজিত হয়। এতে অংশ নেয় চীন, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের শিল্পীরা।
ড্রাম বাজিয়ে, জনপ্রিয় সব পুরনো ও নতুন গানে গ্রেটার বে এরিয়া হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানে শিল্প ও ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মিশেলে চমৎকার সব পারফরম্যান্স তুলে ধরা হয়।
চারটি অংশে বিভক্ত কনসার্টের দ্বিতীয় অংশে ভয় না পেয়ে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে উদ্ধুদ্ধ করা হয়। চায়না মিডিয়া গ্রুপ, গুয়াংডং প্রদেশ, হংকং ও ম্যাকাও সরকার এ কনসার্টের আয়োজন করে।
কনসার্টটি চীনের বিভিন্ন চ্যানেলে একযোগে প্রচার করা হয়।