ads
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

চোরাকারবারির মলের সঙ্গে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পঠিত
চোরাকারবারির মলের সঙ্গে বেরিয়ে এল কোটি টাকার স্বর্ণের বার!

চুয়াডাঙ্গার জীবননগরে প্রায় কোটি টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বারসহ রাজ রকি (৩২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক রাজ রকি চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রেজাউল হক লিটনের ছেলে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর থানা মোড় এলাকা থেকে রাজ রকিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কিছু স্বীকার না করলেও সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে মলত্যাগ করানো হলে তার মলদ্বার থেকে কস্টেপে মোড়ানো দুটি পোটলা বেরিয়ে আসে। পোটলাগুলো খুলে ৭২৮.৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৮৭ লাখ ৪৮ হাজার ৬৮০ টাকা।

উদ্ধার করা বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও জীবননগর থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102