ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা। টিভি নাটকের পাশাপাশি এই অভিনেত্রী এখন চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন। ছন্দার হাতে এখন আছে মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’ ও জাহিদ শাওনের ‘মিঠুর একাত্তর যাত্রা’।
ভালো গল্প এবং চরিত্র পেলে নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানান তিনি। ছন্দা বলেন, তিনটি ছবির গল্পই চমৎকার। আমার চরিত্রগুলোও দারুণ। আশা করছি ভালো কিছু ছবি সামনে পাবেন দর্শকরা। এদিকে করোনাকালেও সতর্কতার সঙ্গে নাটকে নিয়মিত অভিনয় করছেন এ অভিনেত্রী।
তবে খণ্ড নাটক থেকে ধারাবাহিক নাটকেই বেশি অভিনয় করছেন। সম্প্রতি তার অভিনীত ‘মমতাজ মহল’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচার শুরু হয়েছে বাংলাভিশনে। এটি পরিচালনা করেছেন সজীব মাহমুদ। এটা ছাড়াও সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘মাশরাফি জুনিয়র’ ও এসএম সালাউদ্দিনের ‘কাজল রেখা’ নামের দু’টি ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে এ অভিনেত্রীর।
টিভি নাটক নিয়ে অভিনেত্রী বলেন, ধারাবাহিক নাটকের মধ্য দিয়ে সবসময় দর্শকদের সঙ্গে থাকা যায়। যদিও এর ফলাফল পেতে একটু সময় লাগে। তবে আমি একক ও ধারাবাহিক দুটোতেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।