ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম

ছাতকে ফারিয়ার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৬০ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনিরঃ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) কর্তৃক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১১ মার্চ শুক্রবার সকালে শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ম্যানেজার একাদশের ক্যাপ্টেন দেবব্রত দাশ ও এমপিও একাদশের ক্যাপ্টেন মানিক মিয়ার মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ফলাফল ০২-০২ গোল হয় এবং পরবর্তীতে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছাতক ফারিয়ার সভাপতি মোঃ মানিক মিয়া।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ছাতক ফারিয়ার সভাপতি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবব্রত দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. তোফায়েল আহমদ সনি।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক ফারিয়ার সহ-সভাপতি আবুল হাসনাত, ক্রিড়া সম্পাদক সোয়েব আহমদ, সন্দীপ চৌধুরী, ফারুক আহমেদ, সোয়েব, রাকিব, লিটন, এনামুল, কামরুল, সফিক, মাহবুব, সোহাগ, সাইফুল, মিজান, মিনহাজ, ভূপেন, রফিক, সুজয়, শা জাহান, অমিয়, গৌতম, রফিকুল আলম,, আব্দুর রহমান, নুরুন্নবী, আব্দুল মান্নান প্রমুখ। প্রীতি ফুটবল ম্যাচে সার্বিক সহযোগিতা করেন জয়ন্ত তালুকদার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102