সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে (মন্টুবাবুর মাঠ) আয়োজিত মেলার ৬ষ্ঠ দিনে সাংস্কৃতিক মঞ্চ মাতিয়েছে কনকচাঁপা খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীরা। প্রায় দু’ ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রোতাদের উপস্থিতি মেলার আঙ্গিনা কানায় কানায় ভরে উঠে।
গান, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো অনুষ্ঠানে শ্রোতাদের হৃদয় জয় করতে সক্ষম হয় ক্ষুদে শিল্পীরা। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে খেলাঘর আসরের সংগীত পরিবেশনা। খেলাঘর আসরের শিল্পীদের মনমুগ্ধকর সংগীত পরিবেশনা উপভোগ করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান ও তার সহধর্মিনী। অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের মধ্যে সংগীতসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেয় অর্থি, শ্রেয়া, কথা, শ্রুতি ও সিয়াম।
এ ছাড়া খেলাঘর আসরের শিল্পী তিয়ান, অস্মিতা, সেজুতি তরফদার হৃদি, ইমা আক্তার, আলী ইনসান ও অজিত কুমার দাস সংগীত পরিবেশন করেন। এসময় খেলাঘর আসরের সহ-সভাপতি তপন তরফদার, সাধারন সম্পাদক বিজয় রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম রুবেল, সাংস্কৃতিক সম্পাদক তমাল পোদ্দার, সদস্য আমির আলী, সেলিম মাহবুব, শাওন আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।