ads
সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

ছাত্ররা ধরে নিয়ে গেছে, দায়িত্বই ছেড়ে দিবো: মৃত্যুর আগে কুয়েট শিক্ষক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

মৃত্যুর আগে ছাত্রদের হাতে মানসিকভাবে লাঞ্ছিত হবার কথা নিজ স্ত্রীকে বলে গিয়েছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেন (৩৮)। নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজানের নেতৃত্বাধীন ছাত্রলীগের একটি ক্যাডার গ্রুপের হাতে অবরুদ্ধ ছিলেন এই অধ্যাপক। পরে সেদিনই হার্ট অ্যাটাক করেন তিনি।

অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের স্ত্রী সাবিনা খাতুন রিক্তা বলেন, বাসায় ফিরে বলল, ‘ছাত্ররা ধরে নিয়ে গেছে। দায়িত্বই ছেড়ে দেব’। আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি স্বামী হত্যার বিচার চাই। হত্যায় জড়িতদের ফাঁসি চাই। আমার ছয় বছরের মেয়েকে এতিম ও আমাকে স্বামী হারা করল। আমি আমার মেয়ের সুন্দর ভবিষ্যৎ চাই

তিনি বলেন, ‘সেদিন মুখে হাসি নিয়েই কুয়েট ক্যাম্পাসে গিয়েছিল। আর বাসায় ফিরেছিলেন বিধ্বস্ত হয়ে। চোখ লাল, অনেকটা বিমর্ষ। আজ ৪টা দিন মেয়েকে খাওয়াতে পারছি না। মেয়েটি কিছুই খাচ্ছেন। শুধু আবদার করছে বাবা না এলে সে খাবে না। এখন আমি কি করব। তিনি চলে গেল এখন আমি কি নিয়ে থাকব।’

সাবিনা খাতুন রিক্তা জানান, ৩০ নভেম্বর সকালে তার স্বামী স্বাভাবিকভাবে কুয়েটে যান। আর দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে বাসায় আসেন। তখন তাকে খুবই বিমর্ষ দেখাচ্ছিল। অন্যদিন বাসায় এসেই মেয়েকে কোলে তুলে নিতেন। বাবা না এলে মেয়ে কখনো খেত না। কিন্তু ওইদিন বাসায় এসেই তিনি আমাকে ‘ছাত্ররা তাকে ধরে নিয়ে যাওয়ার কথা’ জানান। দায়িত্ব ছেড়ে দেবেন বলেও জানিয়েই নিজের কক্ষে চলে যান। তখন তার চোখেমুখে ভয় ছিল। এরপর তিনি গোসল করতে বাথরুমে ঢোকেন।

রিক্তা মেয়েকে বলেন, বাবার ল্যাব আছে তিনি আবার অফিসে যাবেন তুমি ঘুমিয়ে পড়। কিন্তু একটু পরেই মেয়ে গিয়ে বাথরুমের দরজা ঠেলতে থাকে। দরজা না খোলায় মেয়ে এসে সে কথা জানায়।

পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘কিছু বুঝতে না পেরে চিল্লাপাল্লা করি। তখন আশপাশের লোকজন ছুটে আসে। এরপর বাথরুমের দরজা ভেঙে তাকে বসা অবস্থায় দেখি। কিন্তু চোখ বন্ধ। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মুখে পানি ছিটা দিলে চোখ খোলে। কিন্তু কথা বলতে পারেনি। দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

‘কুয়েট কর্তৃপক্ষ এ ঘটনা নিয়ে মামলা না করলে আমি নিজেই বাদী হয়ে মামলা করব। আমার স্বামী হত্যার বিচার চাইব। আমার মেয়েকে এতিম করা হয়েছে। জড়িতদের ফাঁসি চাই। ক্ষতিপূরণ চাই।’ বলেন নিহত শিক্ষকের স্ত্রী।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রতীক চন্দ্র বিশ্বাস বলেন, সেলিমের মৃত্যুর পর সাধারণ সভা করে আমরা এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নিতে জন্য কুয়েট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছি। পাশাপাশি শিক্ষক সেলিমের নিয়মিত পাওনার বাইরে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত এক কোটি টাকা পরিবারকে দেওয়ার দাবি জানানো হয়েছে। ’

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ৩ টার দিকে হার্ট অ্যাটাকে মারা যান কুয়েট শিক্ষক প্রফেসর ড. মো. সেলিম হোসেন। তিনি কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ও লালন শাহ হলের প্রভোস্ট ছিলেন।

জানা যায়, সম্প্রতি কুয়েটের লালন শাহ হলে ছাত্র আবাসিক হলের ডিসেম্বর মাসের খাদ্য-ব্যবস্থাপক (ডাইনিং ম্যানেজার) নির্বাচন নিয়ে, ক্যাম্পাস ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান প্যানেলের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করার প্রচেষ্টার অভিযোগ ওঠে।

প্যানেল সদস্যরা- প্রভোস্ট ড. সেলিম হোসেনকে নিয়মিত হুমকি দিয়ে আসছিলেন, তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচন করার জন্য। গত ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় ক্যাম্পাসের রাস্তা হতে ড. সেলিম হোসেনকে জেরা করা শুরু করে। পরবর্তীতে তারা শিক্ষককে অনুসরণ করে তার ব্যক্তিগত কক্ষ (তড়িৎ প্রকৌশল ভবন) এ প্রবেশ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা আনুমানিক আধঘণ্টা ওই শিক্ষকের সঙ্গে রুদ্ধদার বৈঠক করে। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন ও অসুস্থ হয়ে যান। পরে সেদিনই নিজ বাসায় তিনি হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৬
  • ১২:১৬
  • ১৬:১৯
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৬:২৮
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102