ছাত্রলীগ-যুবলীগ নারীর ওপর নির্যাতন ও নারীর সম্ভ্রমহানি করাকে নিজেদের অধিকার মনে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘নারী নির্যাতন করায় গত পরশু দিন ঢাকায় ছাত্রলীগের মহানগরের সহসভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এত ঘটনার পরও গতকাল আবারও সিলেটে আরেক নারীকে লাঞ্ছনা করা হয়েছে। কে করেছে? ছাত্রলীগের কর্মী করেছে। তার মানে, নারী নিপীড়ন-ধর্ষণে তারা অতীতের চেয়েও এখন আরো বেশি উদ্বুদ্ধ, অনুপ্রাণিত। দেশ থেকে টাকা পাচার করাটাও নিজেদের অধিকার মনে করছে ছাত্রলীগ-যুবলীগ।’
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ রোববার মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ধর্ষণবিরোধী এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, ‘স্বাধীন দেশের মা-বোনেরা আজ নিরাপদ নয় কেন? এটার জন্য প্রতিবাদ করতে হচ্ছে। শুধু রাজনৈতিক দল নয়, সামাজিক-সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে। কী ভয়ংকর আতঙ্ক সৃষ্টিকারী এসব ঘটনা! আর সরকার চেষ্টা করছে একটি ঘটনাকে আরেকটি ঘটনা দিয়ে আড়াল করার। তনুকে সম্ভ্রমহানি করার পর হত্যা করা হয়েছিল; সেটি আড়াল করা হয়েছিল মিতুর ঘটনা দিয়ে। মিতুর ঘটনাকে আড়াল করা হয়েছিল ত্বকীকে হত্যার মধ্য দিয়ে, আর ত্বকী হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছিল নারায়ণগঞ্জের সাত খুনের মধ্য দিয়ে। একটার পর একটা ঘটনা ঘটলেও সরকারের টনক নড়েনি। কারণটা কি জানেন? যে সরকার নীতি-নৈতিকতা বিবর্জিতভাবে রাষ্ট্র পরিচালনা করে, যে দলের আদর্শ হচ্ছে নৈতিকতাবিরোধী, নীতিবিরোধী, তাদের সোনার ছেলেরা তো এসব অপকর্ম করবেই।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘যে দল নীতি-নৈতিকতা মানে না, তার সন্তানেরা কি নীতি-নৈতিকতা মানবে? তারা মানবে না। তাদের কাছে লুটপাট, নারীর সম্ভ্রমহানি—এটা হচ্ছে ডাল-ভাত। এবং তারা সেটাই করছে। যে দলের মুরব্বিরাই নীতি-নৈতিকতা মানে না, সে দলের ছাত্র-যুবারা কেন মানবে? সুবর্ণচর থেকে এমসি কলেজ—আপনারা দেখুন কত নারীর আর্তচিৎকার আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে। কত নারী লাঞ্ছিত হয়েছে, কত নারীর সম্ভ্রমহানি হয়েছে। আজকে আকাশে-বাতাসে সেই লাঞ্ছনার আর্তচিৎকার শোনা যায়। তারপরেও কি ছাত্রলীগ-যুবলীগ থামছে?’
ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের প্রজন্মের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘আপনাদের প্রস্তুত থাকতে হবে। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় তাদের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে। ছাত্রলীগ-যুবলীগের হাত থেকে মা-বোনকে বাঁচানোর জন্য সবাইকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যের ইশারায় আজ আওয়ামী লীগ স্বাধীন দেশকে দখল করে অনাচার করছে, লুটপাট করছে, নারীর সম্ভ্রমহানি করছে। তাই জনগণের রক্ত ছাড়া, জনগণের ব্যারিকেড ছাড়া মানুষের মুক্তি নেই।’