ads
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম

ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড: কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩৫ বার পঠিত

কুমিল্লার দেবিদ্বারে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ইমন হাসান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে দেবিদ্বার থানায় করা বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ এসব তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ইমন পৌর এলাকার দেবিদ্বার গ্রামের পুরাতন বাজারের ইদ্রিস মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ বলছে, গতকাল পৌরসভার পুরাতন বাজার এলাকার নিজ বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করা হয়। গেল বছরের ৪ আগস্ট দেবিদ্বারে ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডে অংশ নেন তিনি। যা ভিডিও ফুটেজে দেখা গেছে। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে বাসচালক আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ ব্যাপারে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ছাত্র-জনতার আন্দোলন দমনে গ্রেপ্তার ইমন সেদিন সরাসরি অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজে তা স্পষ্ট দেখা গেছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102