ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড়!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
  • ৫৮ বার পঠিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসি এলাকার যেসব বাড়ির মালিকরা ছাদ বাগান করবেন তাদের জন্য ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেয়া হবে।

রাজধানীর মিরপুর-১০ এলাকায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এক লাখ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এ ঘোষণা দেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা ছাদ বাগান করছেন তাদেরকে ১০ শতাংশ গৃহকর ছাড় দেয়া হবে। তবে স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য পরিবেশ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সিভিল সোসাইটি, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি করা হবে। সেই কমিটির সুপারিশে এই কর ছাড় দেওয়া হবে। শুধু তাই নয়, যেসব বাড়ি বা স্থাপনায় বৃষ্টির পানি ‘হার্ভেস্ট’করা হবে তাদেরকেও গৃহকরের একটা অংশ ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছি।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক পাড়া-মহল্লা, ক্লাব, স্কুল-কলেজের আশেপাশে যেসব গাছ লাগানো হবে, আমরা প্রত্যেকে যদি সেসব গাছের ৫টি করেও রক্ষণাবেক্ষণ করি তাহলে ‘বিপ্লব’ঘটে যাবে। ‘সবুজায়নের জন্য আমরা’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছি। এই প্রকল্পে সবুজায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনগুলোকে অন্তর্ভূক্ত করা হবে। এই কমিটি নির্ধারণ করবে কোথায় কী পরিমাণ ও কোন কোন গাছ আছে। আর কী পরিমাণ ও কোন কোন গাছ লাগাতে হবে।

মেয়র আরো বলেন, চিরুনি অভিযানের মাধ্যমে যেভাবে ডেঙ্গু প্রতিহত করেছি, একইভাবে রাজস্ব আদায়ের জন্য চিরুনি অভিযান শুরু হবে। যারা হোল্ডিং ট্যাক্স দেন না তাদেরকে অবশ্যই ট্যাক্সের আওতায় আসতে হবে। তবে কারও ট্যাক্স বাড়ানো হবে না। কেবল ট্যাক্সের পরিধি বাড়ানো হবে। আগামী ১ অক্টোবর থেকে ডিএনসিসি এলাকার অবৈধ ঝুলন্ত তার অপসারণের জন্য অভিযান শুরু হবে।

অনুষ্ঠান শেষে মেয়র মুকুল ফৌজ মাঠে কয়েকটি গাছের চারা রোপণ করেন। চলতি মৌসুমে ডিএনসিসির সকল ওয়ার্ডে ১ লাখ চারাগাছ লাগানো হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102