ভারতীয় জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। তার ছেলের জন্ম হয়েছে ছয় মাস হলো। এই সময়ে বেশ কয়েকবার ছেলের ছবি সোশ্যালে শেয়ার করেছেন তিনি। সেই সময় ছেলের মুখ দেখাননি। তবে এবার ছেলে দেবয়ানের মিষ্টি হাসির ছবি পোস্ট করেছেন বাঙালি গায়িকা।
সোমবার (২২ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছেলের ছবি পোস্ট করেন শ্রেয়া। এর আগে গত ২২ মে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেবয়ানের জন্ম হয়। আর আজ ২২ নভেম্বর ছয় মাস পূর্ণ হলো ছেলে দেবয়ানের।

গায়িকা ছেলের ছবি পোস্ট করে ছেলের ভূমিকায় ক্যাপশনে লিখেছেন, ‘হ্যালো, আমি দেবয়ান আর আজ আমার ছ’মাস পূর্ণ হলো। আমি এখন নিজের আশেপাশে পৃথিবীটাকে দেখতেই ব্যস্ত। নিজের পছন্দের গান শুনি, ছবি দেয়া বই পড়ি, বোকা বোকা জোকসে হাসি আর মায়ের সঙ্গে খুব কথা বলি। মা আমাকে বোঝে। আমাকে ভালোবাসা ও আশীর্বাদ দেয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
বলিউডে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেয়া এই শিল্পী ২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে বাঙালি রীতি মেনে বিয়ে করেন। এর আগে ১০ বছর প্রেম করেছেন তারা। এরপর চলতি বছরের মার্চে নিজের অন্তঃসত্ত্বার কথা জানান। তারপর গত ২২ মে ছেলের জন্ম হয়।