টি-টোয়েন্টির নতুন বিশ্বরেকর্ড করলেন পাকিস্তানের শাহিন আফ্রিদি। ইংল্যান্ডের বিশ ওভারের কাউন্টি টুর্নামেন্টে ছয় ব্যাটসম্যানকে বোল্ড করেছেন শাহিন, যার মধ্যে চারটা আবার টানা।
পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের পর হ্যাম্পশায়ারে নাম লেখান শাহিন আফ্রিদি। গত রাতে (রবিবার) ছিল তার দলের শেষ ম্যাচ। এর আগেই টুর্নামেন্টের নকআউটে উঠতে ব্যর্থ হয় হ্যাম্পশায়ার।
মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে শুরুতে দুই উইকেট পান শাহিন। পরে বোলিংয়ে আসেন ১৮তম ওভারে। তৃতীয় আর চতুর্থ বলে সিম্পসন আর ফিনকে বোল্ড করে তৈরি করেন হ্যাট্রিকের সুযোগ। পরের বলে ওয়ালাউইতাকে আউট করে পূর্ণ করেন হ্যাট্রিক। তবে, ওখানেই থামেননি। ওভারের শেষ বলে বোল্ড করে দেন মুর্তাগকে। তাতেই টানা চার বলে চার উইকেট নিয়ে বনে যান ডাবল হ্যাট্রিকের মালিক। সব মিলিয়ে ১৯ রানে নিয়েছেন ছয় উইকেট, যার সবগুলোই ছিলো বোল্ড।