ads
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

জটিল রোগের চিকিৎসা ব্যাহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৫১ বার পঠিত

করোনাকালের নতুন বাস্তবতায় পুরো স্বাস্থ্য ব্যবস্থাই নাজুক হয়ে পড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি ও বেসরকারি, উভয় পর্যায়েই ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা সেবা। করোনা পরিস্থিতি মাথায় রেখে প্রয়োজনীয় অনেক উদ্যোগ তো নেয়াই হয়নি, উল্টো ব্যহত হচ্ছে অন্যান্য জটিল রোগের চিকিৎসা।

করোনা অতিমারির এই সময়ে বদলে গেছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার চিত্র। সরকারি-বেসরকারি হাসপাতালে মনোযোগের কেন্দ্রে করোনার চিকিৎসা সেবা। বাড়ানো হচ্ছে কভিড রোগীর শয্যা ও চিকিৎসা সুবিধা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন বাস্তবতায় ক্যানসার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির রোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা ব্যহত হচ্ছে। অনেক বেসরকারি হাসপাতাল ও প্রাইভেট চেম্বারে কড়াকড়ির কারণে আগের মতো সেবা মিলছে না। দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা।

এদিকে, করোনা সংক্রান্ত চিকিৎসা ব্যবস্থাপনাও পর্যাপ্ত গড়ে তোলা হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রকোপ আবারো বাড়তে পারে, এমন সতর্কবার্তা থাকার পরও যথাযথ কন্ট্যাক্ট ট্রেসিং ও কোয়ারেন্টিন হয়নি৷ পর্যাপ্ত নমুনা পরীক্ষাও করা হয়নি। জেলা পর্যায়ে অক্সিজেন প্লান্ট তৈরির মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপও উপেক্ষিত রয়ে গেছে।

তিনি মনে করেন, করোনা অতিমারিকে বাড়তি গুরুত্ব দিলেও অন্য জটিল রোগের বিষয়ে মনোযোগ রাখা জরুরি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102