ভারতীয় বাংলা টেলিভিশন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মা’-এর ছোট্ট ঝিলিকের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যমের দাবি নিজের প্রেমিককেই বিয়ে করেছেন তিনি। ঝিলিক নামে পরিচিত হলেও এই অভিনেত্রীর আসল নাম তিথি বসু। দীর্ঘদিন ধরেই ক্রিকেটার দেবায়ুধ পালের সঙ্গে প্রেম করছিলেন তিনি। বিষয়টি নিয়ে কখনও লুকোচুরি করেননি তিথি। বরং প্রতিটা সিদ্ধান্তই তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন।
কয়েক দিন আগে প্রকাশ্যেই দেবায়ুধকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছিলেন তিথি। বয়ফ্রেন্ডকে জন্মদিনের শুভেচ্ছার মাঝে তাঁকেই বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন অভিনেত্রী। আর এই প্রস্তাবের এক মাস না ঘুরতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ঝিলিক ওরফে তিথি বসুর বিয়ের ছবি! যেখানে মেহেদি হাতে কনের সাজে ধরা দিয়েছেন তিনি। আর এই ছবিকে ঘিরেই তিথির গোপন বিয়ের গুঞ্জন উঠেছে।
ভাইরাল ছবিতে সবচেয়ে বড় চমক ছিল তিথির হাতের মেহেদির নকশায়। ছবিতে দেখা যায়, তিথির হাতে মেহেন্দির ডিজাইনে ফুটে উঠেছে প্রেমিক দেবায়ুধের ছবি। এই ছবি দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই। নেটিজেনরা বলছেন, তাহলে কি কাউকে না জানিয়ে চুপি চুপি বিয়েটা সেরে ফেললেন ঝিলিক! তবে এই কনে সাজ ও বিয়ের খবর নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি ঝিলিক। অভিনেত্রী মন্তব্য না করলেও তার ছবি দেখে ভক্তরা বুঝে নিয়েছেন প্রেমিককেই গোপনে বিয়ে করেছেন তিনি।
তিথি বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছেন। এ কারণেই দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই তিনি। অন্যদিকে দেবায়ুধ পেশায় একজন ক্রিকেটার। পশ্চিমবঙ্গ দলের হয়ে অনূর্ধ্ব ১৬-তে খেলেছেন। তার স্বপ্ন নীল জার্সি গায়ে ভারতীয় দলের হয়ে খেলা। সেই লক্ষেই ছুটছেন তিনি।