ads
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১২:২৫ পূর্বাহ্ন

‘জনশক্তি’ নামে রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি: জাতীয় নাগরিক কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জনশক্তি’ নামে কোনো রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (২১ ডিসেম্বর) সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিনের পাঠানো বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’, যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। ’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে। ’

একই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি লিখেছেন, ‘রাজনৈতিক দলের নাম জনশক্তি হবে এমন কোনও সিদ্ধান্ত আমাদের হয় নাই। পরামর্শ দেন নাম কী হতে পারে। আলোচনা পর্যালোচনা করে তবেই সিদ্ধান্তে পৌঁছাতে চাই। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102