বলিউডের আলোচিত অভিনেত্রী কিয়ারা আদভানির ৩১ জুলাই ছিল জন্মদিন। এ দিন তিনি ৩১ বছরে পা রাখলেন। বিয়ের পর এটাই তার প্রথম জন্মদিন। স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন। সাঁতার কাটতে দেখা গেছে সমুদ্রে। কিয়ারা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তাকে সাঁতারের পোশাকে দেখা গেছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে- সিদ্ধার্থ এবং কিয়ারা বিদেশে ছুটি কাটতে গেছেন। সাঁতারের পোশাকে কিয়ারা এবং শর্টস পরা সিদ্ধার্থকে সমুদ্রে ঝাঁপ দিতে দেখা যায়। একসঙ্গে সাঁতার কাটতে এবং ছবি তোলার জন্য পোজ দেওয়ার সময় তাদের চিৎকার দিতে দেখা যায়। দুজনে একসঙ্গে সমুদ্রে স্নান ও প্রমোদতরীতে ভ্রমণ করছেন। সবমিলে দারুণ সময় কাটাচ্ছেন দুই তারকা।
অভিনেত্রী ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন- ‘হ্যাপি বার্থডে টু মি। প্লেসড, গ্রেটফুল প্রতিটি দিনের জন্য এবং যত ভালোবাসা পেয়েছি তার জন্য।’
তাদের মিষ্টি মুহূর্তের ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। যেখানে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ছাড়াও মন্তব্য করেছেন তারকারা।
এ তালিকায় রয়েছেন রাকুল প্রীত সিং, আথি শেঠির মতো তারকারা। শ্রদ্ধা কাপুর লিখেছেন- ‘হ্যাপি বার্থডে। সবচেয়ে ভালো সময় কাটাও।’
তবে তারা এখন কোথায় তা জানা যায়নি; কিন্তু ছবি-ভিডিও দেখে সবার ধারণা, ইতালির কেপ্রি দ্বীপে রয়েছেন তারা।
এর আগে বৃহস্পতিবার তাদের একসঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা যায়।