শিল্প-সাহিত্য ডেস্ক;
শুনেছি, তোর বুকের বা’পাশে
হরহামেশাই ব্যথা হয়।
হৃদকম্পন হয় সেকেন্ডে অসংখ্যবার!
শুনেছি,তোর চোখে ঝাপসা রঙ,
ধোঁয়াশা লাগে চারপাশ!
মনের ক্ষোভে কালো সানগ্লাস পরিস!
তুই নাকি ঘুমাতে পারিস না রাতের পর রাত?
একদা,তুই তো খুব ঘুম কাতুরে ছিলিরে!!
মুখভর্তি দাড়ি নিয়ে উদাস হাঁটিস!
এই,তুই নাকি খুব সহজে রেগে যাস যখন তখন?
তোর মা সেদিন দুঃখ করে বলল,
তোর নাকি ক্ষুধা মন্দা ব্যামো!!
তুই কি যাবি?
ঐ বন পাহাড়ে?
মিষ্টি মিষ্টি ফল পেড়ে দিবো।
সবুজ অরণ্যে তাকিয়ে থাকলে,
তোর চোখটাও সেরে যাবে!
আর,রাত্রির দ্বিপ্রহরে তোরে ঘুম পাড়ানি
গান শুনাবো,,না না কবিতা।
চলে আসিস,,,যখন তখন,
আমি আছি তোর অপেক্ষায়,,,,,,,