শিল্প-সাহিত্য ডেস্ক;
কারে আমি ভালোবাসি
বলবো আমি কী যে!
অনুভূতি বুঝেনা সে
বুঝি শুধু নিজে।
বলি যদি কারও কথা
মনের ভেতর বাজে,
রেগেমেগে বলে আমায়
মন দে এবার কাজে!
যদি বলি মন ভালো নেই
কাঁদছি একা বসে,
কড়া ভাষায় বলে আমায়
থাপড়া দেবো কষে!
কোনো কিছু ভাল্লাগেনা
উদাস হয়ে থাকি,
বুঝে নাকি গেছে সবই
দিচ্ছি কাজে ফাঁকি!
অভিমানে গাল ফুলিয়ে
রাগটা যদি দেখাই,
সে বলে তোর,আদব আমি
কেমন করে শেখাই!!
কথা বলার নেশায় যদি
প্রশ্ন করি তাকে,
সেই বেচারা মনের দুঃখে
চুপটি করে থাকে