বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণসহ একাধিক অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৬৫ জনের নামে চট্টগ্রামে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার রাতে নগরীর সদরঘাট থানায় মামলাটি দায়ের করেন লোহাগাড়ার বাসিন্দা মোমেন হোসেন জয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান।
মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও নারী শিক্ষার্থীদের গণধর্ষনের হুমকির অভিযোগ আনা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অভিযুক্তরা হলেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, সামশুল হক চৌধুরী, মোতাহেল ইসলাম চৌধুরী, আবদুচ ছালাম, মুজিবর রহমান, মহিউদ্দিন বাচ্চু, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও কুমিল্লার সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা।
এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে ৫ আগস্ট রাত ১০টা পর্যন্ত নগরীর নিউমার্কেট এলাকায় বাদী মোমেন হোসেন জয় বৈষম্যবিরোধী আন্দোলনে ছিলেন। আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড আন্দোলনকারীদের মারধর করেন এবং তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ঘটান।