ads
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

জামায়াত কর্মী হত্যা মামলায় ‘ভাইরাল শ্যামল’ গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি শ্যামল চন্দ্রকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে সুন্দরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার শ্যামল চন্দ্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ নেট দুনিয়ায় ভাইরাল। তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের মৃত নেপাল চন্দ্রের ছেলে। শ্যামল চন্দ্র বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

শ্যামল চন্দ্র কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করেন। ‘সি ইউ, নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এসব বাক্য ব্যবহার করে নেটিজেনদের আলোচনার পাত্র বনে যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্যামল চন্দ্রকে গ্রেফতার করা হয়। শ্যামল চন্দ্র জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় ৩৪ নম্বর আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বামনডাঙ্গার মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শাহাবুল ইসলাম নামের এক জামায়াত কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার ১০ বছর পর নিহতের ছোট ভাই এস এম শাহজাহান কবির বাদী হয়ে গত ২২ অক্টোবর আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করে ৭৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102