বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টনের ঢাকা মহানগর দক্ষিণে কার্যালয় সংস্কার করার সময় ছয়জন শ্রমিককে পুলিশ ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ওই শ্রমিকরা বর্তমানে পল্টন থানায় আছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার সময় ৪৮/১ পুরানা পল্টন ঢাকা মহানগর কার্যালয়ে সংস্কার করতে আসা ৬ জন শ্রমিককে ধরে নিয়ে গেছে পুলিশ। যাদের ধরে নিয়ে গেছে তারা দিনমজুর হিসেবে কাজ করতে এসেছিলেন। তাদের পল্টন থানায় আটক রাখা হয়েছে।