নকলা প্রতিনিধি: শেরপুর নকলা উপজেলার ২ নং ইউনিয়নে ধনাকুশা ধনারপার গ্রামে ৬ ভাতিজার বিরুদ্ধে জাল দলিল করে জমি দখল করার অভিযোগ করে মামলা দায়ের করেছেন সৎ চাচা মো: সাজাহান।
মামলার বাদী শাজাহান, সমসের আলি মাষ্টার বৈমাত্রীয় ভাই এবং আসামী গনের চাচা।
সাত বছর বয়সে শাজাহান পিতা মাতাকে হারান। শিশু সাজাহান পিতা মাতা হারিয়ে বড় ভাই সমসের আলি মাষ্টারের সংসারে থাকেন বড় হতে থাকেন। ভাইয়ের সংসারের কৃষি কাজ করতেন। বিনিময়ে শুধু দুবেলা দুমুঠো ভাত খেতেন।
এভাবে ১৭ বছর বড় ভাইয়ের সংসারে কাজ করে দেন। কোন দিন নিজের জমির হিসাব চান নি। বড় ভাইকে খুব সম্মান করতেন। নিজের পৈতৃক জমি এবং ভাইয়ের জমি আবাদ করে বড় ভাইয়ের হাতে তুলে দিতেন। শাজাহানের সরল মনের বিশ্বাস ছিল বড় ভাই পিতার সমান তাই কোন দিন নিজের সম্পদের হিসাব চান নাই।
শাজাহান বিয়ে করার পর পৈত্রিক সম্পদ আলাদা করতে চায়। তখনই সমস্যা দেখা দেয়। ইতি মধ্যে শাজাহানের বড় ভাই সমসের আলি মাষ্টার মৃত্যু বরন করেন।
২৫ শতক জাল দলিল ১৪ শতক জোর দখল করে মোট ৩৯ শতক জমি বেদখল দেয় সৎ ভাতিজাগন। নিজের জমি ফেরত পেতে শাজাহান গ্রামে একাধিকবার শালিশি বৈঠক করেন এলাকার মাতা মুরুব্বি নিয়ে।
মিমাংসা না হওয়ায় নিজের জমি ফেরত পেতে শেরপুর জুডিসিয়াল ম্যাজিেস্ট্রট সিআর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। আসামী গন মো: নুরে আলম সিদ্দিক (৪৫) মো: আবু সাঈদ(৪২), এনামুল কবির (৩৬) মো: শাহ আলম(৩৪) ৫.মাহবুব আলম (৩২), মো: সাদ্দাম হোসেন(২৬) পিতা মৃত সমশের আলি গ্রাম ধনাকুশা ধনারপার, উপজেলা নকলা,জেলা শেরপুর।
আসামীগন জালিয়াতির আশ্রয় গ্রহন করিয়া ৩৭৫ নং দাগের পরিবর্তে ৩৭৪ নং দাগ লিখিয়া জাল দলিল তৈরি করে। দলিলটি জাল জানিয়াও নকলা সহকারী জজ আদালতে ১৫৩/২০১৯ মোকদ্দমায় ব্যবহার করেন। ফটোকপির সহিত শেরপুর সদর মহাফেজ খানায় রক্ষিত বালাম বহির সাথে দলিল নং,রেজিষ্ট্রি তারিখ,গ্রহিতা, দাতা,সম্পাদনের তারিখ মৌজা, খতিয়ান, সাবেক দাগ নং ও জমির পরিমান হুবহু মিল । মিল পাওয়া যায় নাই শুধু হাল দাগ নং ফটোকপিতে ৩৭৪,আর রক্ষিত বালাম বহিতে ৩৭৫।
বিজ্ঞ আদালত বিষয়টি তদন্তের জন্য সিাইডিতে প্রেরন করেন।
অনুসন্ধানকারী কর্মকর্তা মো: হযরত আলী পুলিশ পরিদর্শক তদন্ত পূর্বক মতামত দেন অত্র পিটিশন মোকাদ্দমটি সাক্ষ্য প্রমানে প্রাপ্ত তথ্যাবলী সাব রেজিষ্টার অফিস হতে প্রাপ্ত প্রতিবেদন তথ্য সার্বিক অনুসন্ধানে বিবাদী ১. মো: নূরে আলম সিদ্দিক (৪৫) ২. মো: আবু সাঈদ (৪২) ৩.এনামুল কবির (৩৬) ৪. মো: শাহ আলম (৩৪) ৫. মাহবুব আলম (৩২) ৬.মোঃ সাদ্দাম হোসেন( ২৬)আসামী গনের বিরুদ্ধে পেনাল কোডের ৪৬৭/৪৬৮/৪৭১/১০৮ ধারায় অপরাধ প্রাথমিক ভাবে প্রমানিত হইয়াছে বলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন।
শাজাহানের ২৫ শতক জমি কৌশলে দলিল জাল করে জোর দখল করায় ২ শিক্ষক ভাতিজা সহ ৬ ভাতিজা জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট।
শেরপুর জেলার নকলা উপজেলায় নকলা সিআর মামলা নং২১৪/২১ জেলা জজ আদালতে দায়ের কৃত ক্রি: মিস কেইস নং২১০/২২ ধারায় দঃ কিঃ ৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ উক্ত মামলার বিগত ২৩/৩/২২ ইং তারিখ হইতে আসামীগন জেলা জেল হাজতে।