ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন। তবে পরবর্তীতে তার অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। তিনি মুক্তিযোদ্ধাদের ক্ষতি করে গেছেন।’
তিনি আরও বলেন, ‘একইভাবে এরশাদ পুরোপুরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। জিয়াউর রহমান-এরশাদ মিলে বঙ্গবন্ধু খুনিদের পুনর্বাসন করেছিলেন। এটা যদি কেউ স্বীকার না করেন তাহলে সত্যকে অস্বীকার করা হবে। দীর্ঘদিন ধরে দেশ মুক্তিযুদ্ধের বিরোধীদের হাতে ছিল। যার কারণে দেশের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।’
শনিবার (৩০ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই বাছাই অনুষ্ঠানে এসব কথা বলেন মোকতাদির চৌধুরী।
মুক্তিযোদ্ধাদের নতুন করে যাচাই বাছাইয়ের তালিকায় ৭৪ জনের নাম ছিল। এর মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য প্রমাণ না থাকায় ৪ জনের নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়। যাচাই বাছাইকালে তালিকার ২৫ মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন না।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।