ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন

জীবনসঙ্গী হিসেবে পেতে ভালোবাসতে হবে গোলাপি রঙকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ২৪ বার পঠিত

নাটক ছাড়াও ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। যিনি বাংলাদেশ ছাড়াও কলকাতার সিমাতে দেখিয়েছেন তার অভিনয় দক্ষতা। এছাড়াও তাকে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে। খুব অল্প সময়েই তিনি খ্যাতি অর্জন করেছেন এই মডেল-অভিনেত্রী। মিমের রয়েছে অসংখ্য ভক্ত। রয়েছে অনেক দিওয়ানাও। যারা তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চান। আর তাদের জন্যই আজ রয়েছে মিম সম্পর্কে একটি গোপন তথ্য!
মিম সেই পুরুষকে বিয়ে করতে একদমই রাজি নন, যার গোলাপি রঙ পছন্দ নয়। কারণ এই অভিনেত্রীর প্রিয় রং গোলাপি। এমনকি তার ব্যবহার করা সবকিছুতেই থাকে এই রঙের ছাপ। তাই তার বর হতে হলে সেই পুরুষকে গোলাপি রং ভালোবাসতে হবে।

সম্প্রতি নিজের পছন্দের রং নিয়ে কথা বলতে গিয়ে মিম জানালেন তার গোলাপি রঙের প্রীতিকথা। তিনি মনে করেন, সবারই ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকতে পারে। সবার উচিত অন্যের পছন্দকে সম্মান করা। মিম বলেন, গোলাপি রঙের পোশাক পরতে দেবে না, এমন ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। এমনকি তার পছন্দ না হলেও আমাকে গোলাপি পরতে নিষেধ করা যাবে না।

এই অভিনেত্রী জানালেন, কোনো অনুষ্ঠান বা শুটিংয়ে কস্টিউমের ক্ষেত্রে তিনি গোলাপি রং বেছে নেন। ড্রেস কোড আছে এ রকম কোনো কোনো অনুষ্ঠানে যোগ দেয়ার ক্ষেত্রেও বাদ সাধে গোলাপি রং। কারণ গোলাপির ছাপ নেই এ রকম টপ মিমের প্রায় নেই বললেই চলে। রং নিয়ে অন্যের কড়াকড়ি মানতে না চাইলেও পরিবারের ওপর নিজের পছন্দ চাপিয়ে দেন মিম। মা–বাবা, বোন বা যে কারো জন্য কিছু কিনলে সেখানেও থাকে গোলাপির প্রাধান্য। এ নিয়ে প্রায়ই পরিবারের লোকেরা তার ওপর বিরক্ত হন। তবে গোলাপি উপহার সাদরে গ্রহণ করেন।

মিমের নতুন বছর শুরু হয়েছে গোলাপি দিয়ে। বাসায় পরে ছিলেন গোলাপি পোশাক। লাইভেও এসেছিলেন গোলাপি পোশাকে। নতুন বছরের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, পরিকল্পনা করে কিছু হয় না। গত বছর বেশ কিছু ছবি নিয়ে অনেক পরিকল্পনা ছিল। সেগুলো করোনায় বাতিল হয়ে গেছে। গত সাত মাস ঘরেই ছিলাম। এই বছর পরিকল্পনা ছাড়াই কাটিয়ে দেব। সবাইকে নিয়ে ঘোরার ইচ্ছে আছে, তবে এ নিয়ে কোনো পরিকল্পনা নেই।

নতুন বছরের প্রথম দিন মুক্তি পেয়েছে মিম অভিনীত নাটক ‘হ্যালো বেবি’। তার সহশিল্পী তাহসান। পরিচালনা করেছেন কাজল আরেফিন। মিম জানালেন, ভালো গল্প পেলে নাটকে অভিনয় করবেন। সম্প্রতি ‘দামাল’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি। এ বছর মুক্তির অপেক্ষায় আছে মিম অভিনীত বেশ কিছু ছবি। বেশ কিছু ছবির কাজ এখনো রয়েছে অসম্পূর্ণ। শিগগিরই নতুন ছবি দিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102