ads
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জোরালো গুঞ্জন, মা হয়েছেন পপি! যা বললেন বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। কয়েক বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। বরাবরের মতো এবারও পপিকে নিয়ে হচ্ছে নানা সম্পর্ক ও বিয়ের গুঞ্জন। কিন্তু জনপ্রিয় এই চিত্র নায়িকার খোঁজ-খবর নেই।

এরমধ্যে গুঞ্জন আরও ডালপালা মেলেছে। জোরালো গুঞ্জন, মা হয়েছেন পপি। এর সত্যতা জানতে পপিকে একাধিকবার ফোন করলেও তার নম্বর বন্ধ পাওয়া যায়।

বিষয়টি জানতে যোগাযোগ করে পপির বাবা আমির হোসেনের সঙ্গে। তিনি ঢাকাতেই থাকেন। গুঞ্জনের বিষয় নিয়ে তার কাছে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।’

তাহলে কার সঙ্গে যোগাযোগ করলে পপির মা হওয়ার বিষয়টি গুঞ্জন না সত্যি তা জানা যাবে, জানতে চাইলে আমির হোসেন শুক্রবার সকালে ফোন করতে বলেন।

শুক্রবার সকালে ফোন করলে পপির বাবা আমির হোসেন বলেন, ‘দুঃখিত, আমি আপনাকে কোনো সাহায্য করতে পারব না। বিষয়টি জানতে যার সঙ্গে আমি আপনাকে কথা বলতে বলব বলে ভেবেছিলাম, তার সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না বরং আপনি বিব্রত হবেন। আমার পক্ষে কোনো খবর দেয়া সম্ভব না।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও ধোঁয়াশার মধ্যে আছি। পপির নাচের একটি ছেলে আছে নাম ইউসুফ। সেও আমাকে ফোন করেছিল। তাকে বললাম যে, তুই যেমন শুনিস, আমিও তেমন শুনি।’

আমির হোসেন জানান, পপি ঢাকাতেই আছেন কিন্তু তার কাছে নেই। আলাদা থাকছেন।

চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সেখানে পপি এখনও সদস্য আছেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

পপির সঙ্গে তাদের যোগাযোগ আছে কি না জানতে চাইলে জায়েদ বলেন, ‘না, পপির সঙ্গে আমাদের যোগাযোগ নেই। অনেক সময় সমিতির পক্ষ থেকে বিভিন্ন উপহার পাঠাতে চাইলে তাকে ফোন করে পাওয়া যায় না। ফোন বন্ধ পাওয়া যায়।’

পপির বিয়ে বা সন্তান হওয়ার বিষয়ে জায়েদ খান কিছু শুনেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শিল্পীদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের জানার কথা না, যদি না তারা নিজের ইচ্ছায় কিছু বলেন। পপির বিয়ে বা সন্তান হওয়ার বিষয়ে আমরা কিছু জানি না।’

পপির বিয়ে হয়েছে কিনা, তা নিশ্চিত করেননি তার বাবা। তবে চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানীর ইস্কাটনের বাসা ছেড়ে বারিধারায় বাসা নেন পপি। গুঞ্জন আছে, তিনি প্রবাসী এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন।

সিনেমা পাড়াতে পপিকে দেখা যায় না অনেকদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও অনুপস্থিত এ নায়িকা।

ফেসবুকে পপির শেষ পোস্ট ২০২০ সালের ২৩ ডিসেম্বর। টিকটকে তিনি শেষ ভিডিও পোস্ট করেছেন ২০১৯ সালের ১৬ জুন।

তবে ইনস্টাগ্রামে তাকে পাওয়া গেছে চলতি বছরে। এ মাধ্যমে ২৯ মে একটি ছবি পোস্ট করেন তিনি।
#নিউজবাংলা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102