শত্রুতার জেরে ঝিনাইদহ শহরের খাজুরা গ্রামের পশ্চিমপাড়া এলাকায় আবন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবন খাজুরা গ্রামের সালামত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শত্রুতার জেরে কয়েকজন মিলে পশ্চিমপাড়া গ্রামের রাস্তার পাশে আবনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।