২০১১ সালে ‘লেডিস ভার্সেস রিকি বহল’ সিনেমা দিয়ে বলিটাউনে পা রাখেন মিষ্টি মেয়ে পরিনীতি চোপড়া। এবার তিনিই ঝড় তুলেছেন ফটোশ্যুট দিয়ে। টপলেস ফটোশ্যুটে ধরা পড়েছেন এই লাস্যময়ী অভিনেত্রী।
সম্প্রতি মুক্তি পেয়েছে পরিণীতা অভিনীত সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’। এরই মধ্যে ডাব্বু রতনানির ফোটোশ্যুটে ভক্তহৃদয়ে ঝড় তুলেছেন নায়িকা। টপলেস অবস্থায় একটি হলুদ রঙের ঠেলা গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছে তাকে।
ক্যাপশনে লিখেছেন, হিচ ইওর ওয়াগন টু এ স্টার।
প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী কিয়ারা আডবানির টপলেস ফটো শুট করেছিলেন ডাব্বু রতনানি।