ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম

টঙ্গীতে মাদক কারবারি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৯ বার পঠিত

মাদক কারবারি আলোচিত ছাত্রলীগ নেতা মো. রেজাউল করিমকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর নোয়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল করিম টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। টঙ্গী পূর্ব থানার ওসি তদন্ত মো. দেলোয়ার হোসেন রেজাউলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, এলাকার সবচেয়ে বড় মাদক কারবারি রেজাউলের বিরুদ্ধে জিএমপির টঙ্গী পশ্চিম থানায় চাঁদাবাজির মামলা রয়েছে। এছাড়া একইদিন নবিন হোসেন নামে একজন মাদক কারবারিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ৭৭০ গ্রাম গাঁজা এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে নবিন পুলিশের কাছে স্বীকার করেছে উদ্ধারকৃত ৫০০ ইয়াবা বিক্রির উদ্দেশে রেজাউল করিম তাকে সরবরাহ করেছে। গত ১ এপ্রিল রেজাউল স্থানীয় ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম মনিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ ঘটনায় ব্যবসায়ীর স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়াও কোটিপতি মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা রেজাউলকে নিয়ে ধারাবাহিকভাবে বেশ কিছুদিন যাবত তার মাদক ব্যবসা এবং চাঁদাবাজি নিয়ে কয়েকটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে ধারাবাহিকভাবে নিউজ প্রকাশিত হয়ে আসছে। এরপর থেকে প্রশাসন, স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গরা তার প্রকাশিত প্রতিবেদন দেখে বিস্মিত হয়ে উঠে। নড়েচড়ে উঠে গাজীপুরের ছাত্রলীগ নেতা নামধারী রেজাউলের বিষয় নিয়ে। মাদক ব্যবসা করে কোটিপতি হওয়া রেজাউলকে নিয়ে টঙ্গী তথা গাজীপুর। গ্রেপ্তারের আগে এই মাদক ব্যবসায়ী রেজাউলের ধাপটে কেউ মুখ খুলার সাহস পায়নি। তাকে সেল্টার দেয়া প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারণে।

টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. দেলোয়ার হোসেন বলেন, দত্তপাড়ায় এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102