ads
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

টিকিট কাউন্টারের টেবিলে লুকান শিশু উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯ বার পঠিত

রাজধানীর বারডেম হাসপাতালের সামনে থেকে এক ছেলে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক দুই মাস বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার রাত ৯টার দিকে পুলিশ শিশটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

পথচারী মো. হারুন অর রশিদ বলেন, আমরা রাত ৯টার দিকে বারডেম হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের রাস্তায় লাল সবুজ পরিবহনের ফাঁকা বাস কাউন্টারে বসে চা খাচ্ছিলাম। তখন কান্না শুনে কাউন্টারের টেবিল বাক্সের ভিতরে শিশুটিকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে রমনা থানায় গেলে পুলিশ হাসপাতালে নিয়ে আসে।

রমনা থানার উপপরিদশর্ক (এসআই) মো. বজলুর রশিদ জানান, শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার কোনো অবিভাবক পাওয়া যায়নি। তাকে ভর্তি রাখেনি চিকিৎসকরা। এখন সিদ্ধান্ত নেয়া হচ্ছে কী করা যায় শিশুটিকে নিয়ে।

ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের দায়িত্বরত এক চিকিৎসক জানান, শিশুটি সুস্থ্য আছে। তার বয়স আনুমানিক দুই মাস হবে। তার চোখ থেকে পানি পরছে এ জন্য একটি আইড্রপ লিখে দেওয়া হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করার মতো নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102