টেলি-অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল ঐশিক মজুমদারকে। প্রত্যুষা বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমকে বললেন, আজ সন্ধ্যাবেলা সংবাদমাধ্যমের সূত্রে জানতে পারি যে কোনো এক জনকে ধরা হয়েছে। তারপর লালবাজার থেকে ফোন করে আমাকে জানানো হয়, আগামীকাল ব্যাঙ্কশাল আদালতে যেতে হবে সকাল ১০টায়। বাকি তথ্য তারপর পাব।
তবে আগের থেকে অনেকটা নিশ্চিন্ত প্রত্যুষা। যদিও এখনো তিনি ধোঁয়াশায়। আদৌ সঠিক ব্যক্তিকে ধরা হয়েছে কি না তা নিয়ে চিন্তায় রয়েছেন। শুক্রবার আদালতে গিয়ে সবটা বুঝতে পারবেন বলে জানালেন।
২০২০ সালের শুরু থেকে ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী প্রত্যুষা পাল। ‘তবু মনে রেখো’ খ্যাত নায়িকা দেড় সপ্তাহ আগে অভিযোগ দায়ের করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে। কিন্তু তার অভিযোগ, গত এক বছর ধরে লালবাজারের সাইবার সেল দফতর থেকে বার বার ফিরে আসতে হয়েছে তাকে।
তিনি নিশ্চিত ছিলেন নির্দিষ্ট একটি ব্যক্তিই তাকে মেসেজ করেছেন নানা প্রোফাইল থেকে। একটা প্রোফাইল ব্লক করে দিলে অন্য প্রোফাইল খুলে তাকে প্রশ্ন করা হচ্ছিল, কী রে প্রোফাইল ব্লক করে দিলি কেন? প্রত্যুষা বুঝতে পারেন, বার বার ওই একই ব্যক্তি তাকে মেসেজ করছেন। চার-পাঁচ বার এই ঘটনার পুনরাবৃত্তি হতেই তিনি স্থানীয় সিঁথি থানার দ্বারস্থ হন। সেখান থেকে জানানো হয়, লালবাজার সাইবার সেলে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। তাতেও কোনো সুরাহা না হওয়ায় সংবাদমাধ্যমের সাহায্য নেন অভিনেত্রী।