রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ট্রাকচাপায় মাহমুদ হাবিব হিমেল নামে এক শিক্ষার্থী নিহত এবং দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের হবিবুর রহমান হলের সামনে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পাঁচটি ট্রাকে আগুন দেয়।
এ সময় তারা ক্যাম্পাসে নির্মীয়মান ভবনগুলোর সামনে দাঁড়ানো কয়েকটি ট্রাকে ভাঙচুর করে। নিহত মাহমুদ হাবিব হিমেল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প ও ভাস্কর্য বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। আহত দুই শিক্ষার্থীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই ট্রাকসহ পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। একপর্যায়ে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে সরে গিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।