জয়পুরহাটে ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা ও মেসিট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ইদ্রিস আলী (৪০) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশুসহ আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
গতকাল রবিবার রাত ১২টার দিকে জয়পুরহাট-নওগাঁ সড়কের খঞ্জনপুর মিশন চক্ষু হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকার বাসিন্দা একরাম আলীর ছেলে।
আহতরা হলেন—সদর উপজেলার ভাদসা গ্রামের মাসুদ হোসেন (৫৩), শামীম হোসেন (৫০), তাঁর স্ত্রী মিনু আক্তার (৪২), নাজনীন আক্তার (২১) ও তাঁর দুই বছর বয়সী মেয়ে নিহা আক্তার।
‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে’‘ইসরায়েল ও ইরান একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করে’
পুলিশ, হাসপাতাল ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জয়পুরহাট শহর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাঁচজন যাত্রী ভাদসার দুর্গাদহ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঠিক তখনই ট্রাকটি সামনে থাকা একটি মেসিট্রাক্টরকেও ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশাচালক ইদ্রিস আলী। আহত যাত্রীদের স্থানীয় লোকজন উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফরিদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও মেসিট্রাক্টর জব্দ করেছে। অটোরিকশাটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও মেসিট্রাক্টরের চালক ও সহকারীদের কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।