করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পুরো বিশ্ব এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। মার্কিন নাগরিকদের রক্ষায় ট্রাম্পের দুরদর্শী নেতৃত্ব এবং অসামান্য আত্মবিশ্বাসের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের মানুষও এই সংকটময় সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পাশে রয়েছে।
বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পেরও দ্রুত সুস্থতা কামনা করেছেন। শিগগিরই করোনা জয় করে ট্রাম্প জনগণের কল্যাণে কাজে ফিরবেন বলে আশা জানান প্রধানমন্ত্রী।