ডাক অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সুধাংশু শেখর ভদ্রের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১ ডিসেম্বর) এ সংক্রান্ত দুদকের অনুসন্ধান টিম প্রধান উপ-পরিচালক মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশনে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সুধাংশু শেখর ভদ্রের ডাক বিভাগের প্রকল্পের কাজ বাস্তবায়ন শেষ না করা, শত কোটি টাকা আত্মসাৎ, বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি যেনো দেশ ছেড়ে অন্য কোথায় যেতে না পারে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া আবশ্যক।
একই চিঠিতে ডাক অধিদপ্তরের পরিদর্শক রাবেয়া খাতুন নামের এক নারীর দেশত্যাগে নিষেধাজ্ঞার অনুরোধ করে দুদক।
সুধাংশু শেখর ভদ্রকে এর আগে এর আগে গত ১০ নভেম্বর ডাক অধিদপ্তরের ডিজি চলতি দায়িত্বে থাকা অবস্থায় ‘দুর্নীতির’ অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় সরকার। গত ১১ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়ে গত সোমবার (৩০ নভেম্বর) আদেশ জারি করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।